আলোকবর্তিকা হয়ে থাকবেন জাফর আহমদ চৌধুরী

স্মরণসভায় বক্তারা

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ১০:১৫ পূর্বাহ্ণ

জাফর আহমদ চৌধুরী জীবদ্দশায় শিল্প প্রতিষ্ঠানের পাশাপাশি নিজ এলাকার অনগ্রসর সমাজের কথা ভাবতেন। সেই সময় তিনি অনেক মানুষকে চাকরি দিয়ে জীবিকার ব্যবস্থা করেছিলেন। তার পাশাপাশি শিক্ষায় পিছিয়ে পড়া সমাজ উন্নয়নে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি সমাজে এক আলোকবর্তিকা হয়ে মানুষের অন্তরে বেঁচে থাকবেন।
গতকাল উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম জাফর আহমদ চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তারা একথা বলেন। স্মরণ সভায় সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি হাসিনা জাফর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য অ্যাডভোকেট আহমদ সাইফুদ্দীন সিদ্দিকী। বক্তব্য রাখেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিলু মণি শর্মা, অধ্যাপক হারুনুর রশিদ, অধ্যাপক জালাল আহমদ, অধ্যাপক গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ। মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন রসুলাবাদ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আহমদ রেজা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুন্সি আব্দুর রব সৌরভ। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধমওলানা সৈয়দ সামশুল হুদা মাইজভাণ্ডারীর ৪৩তম ওরশ ১৫ জানুয়ারি
পরবর্তী নিবন্ধবোধনের তিন যুগ পূর্তি আবৃত্তি ও শ্রুতিনাটকে মুখর