শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও স্বপ্নের ফসল আজকের ডিজিটাল বাংলাদেশ

আইআইইউসির সভায় প্রফেসর ড. সাজ্জাদ হোসেন

| বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৬:১৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজ ও শিক্ষকদের সাথে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. সাজ্জাদ হোসেনের সাথে মতবিনিময় সভা গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির সভাপতিত্বে সভায় গেস্ট অব অনার ছিলেন আইআইইউসির ভাইস-চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাছরুরুল মাওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, বিওটির উপদেষ্টা প্রফেসর ড. শাহাদাত হোসাইন। উপস্থিত ছিলেন বিওটির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. কাজী দ্বীন মুহাম্মদ, আইআইইউসির রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. আকতার সাঈদ। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাজ্জাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও স্বপ্নের ফসল আজকের ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ নিয়ে যারা কটুক্তি করেছিল তারাও আজ ডিজিটাল বাংলাদেশের সুফলভোগি। তিনি বলেন, বঙ্গবন্ধু অনেক আগেই ডিজিটাল প্রযুক্তির কথা চিন্তা করেছিলেন। সভাপতির বক্তব্যে প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন, আইআইইউসির ছাত্রদের গুণগত শিক্ষা অর্জনের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে লেখাপড়া শেষ হতে না হতেই কর্মজীবনে প্রবেশ করতে পারে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমির্জা ফখরুল ও তার স্ত্রী করোনা আক্রান্ত
পরবর্তী নিবন্ধরেলের জায়গায় হবে ১৫ তলার শপিং মল