জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, গণতন্ত্রের শত্রুরাই গণমাধ্যমের শত্রু। তারা স্বাধীন গণমাধ্যমকে প্রতিপক্ষ মনে করে।দেশে গণতন্ত্রের চর্চা আছে বলেই আজ গণমাধ্যমের স্বাধীনতা আছে। বাংলাদেশে বিদ্যমান গণমাধ্যমের সংকট নিরসনে মুক্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির কোনো বিকল্প নেই। তিনি গত রোববার পটিয়া ক্লাব হলে প্রেস ক্লাব সভাপতি হারুনুর রশিদ সিদ্দিকীর শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। হুইপ বলেন, যে দেশে গণতন্ত্র থাকে না, সে দেশে সংবাদপত্রের স্বাধীনতাও থাকে না। আমাদের সংবিধানে বাক স্বাধীনতার কথা উল্লেখ থাকলেও কেউ সেটা মানছে না বরং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এমন পর্যায়ে এসে ঠেকেছে যেখানে সত্য প্রকাশেই বাধার সম্মুখীন হতে হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণে তিনি গণতন্ত্রের চর্চার উপর জোর দেন। পটিয়া প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা ও শোক সভা প্রস্ততি কমিটির সদস্য সচিব আহমদ উল্লাহর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন শোক প্রস্তুতি কমিটির আহবায়ক এস এম একে জাহাঙ্গীর, উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র মো. আইয়ুব বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবু জাফর চৌধুরী, সামসুল আলম, তাজুল মুল্লুক, ভাইস চেয়ারম্যান তিমির বরণ চৌধুরী, মাজেদা বেগম শিরু, প্রদীপ দাশ, আহমদ নুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম মজুমদার, আলমগীর আলম, মোহাম্মদ ছৈয়দ চেয়ারম্যান, অধ্যক্ষ মোজাম্মেল হক, আনোয়ারুল হক, এস কে এম নুর হোসেন, অভিজিৎ বড়ুয়া মানু, কাউন্সিলর সরওয়ার কামাল রাজিব, অধির বড়ুয়া, অরুন কুমার মিত্র, ইসরাত সিদ্দিকী, মাস্টার শ্যামল দে প্রমুখ।হুইপ আরো বলেন, হারুনুর রশীদ ছিলেন সৎ, সাহসী ও নির্ভীক সাংবাদিক। তার মৃত্যুতে পটিয়ার সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।