আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, আনোয়ারায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৩ হাজার ৪৯৮ জন ১২ থেকে ১৮ বছর বয়সের শিক্ষার্থীদের টিকা প্রদান করা হচেছ। গতকাল সোমবার উপজেলা পরিষদ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসেন প্রমুখ। গতকাল প্রথম দিনে আনোয়ারা মডেল সরকারী উচচ বিদ্যালয়,আনোয়ারা বালিকা উচচ বিদ্যালয় ও সিংহরা রামকানাই উচচ বিদ্যালয় সহ ৩ শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।
কর্ণফুলী : কর্ণফুলী উপজেলায় স্কুল শিক্ষার্থীদের ভ্যাকসিন কর্মসূচি গত ৮ ডিসেম্বর উপজেলার আজিম হাকিম স্কুল এন্ড কলেজের শীতাতপ নিয়ন্ত্রিত বুথে টিকাদান শুরু হয়। এ বুথ থেকে প্রতিদিন ৩০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে। কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন মো. হাকিম আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস.এম নাওশেদ রিয়াদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার হাফেজ আহমেদ, কলেজের প্রধান শিক্ষক মঞ্জুর আলম প্রমুখ।