লাইসেন্স ছাড়া কেক তৈরি, এক প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৮:৩২ পূর্বাহ্ণ

বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া স্পঞ্চ কেক তৈরি করায় কিংস কনফেকশনারি বাংলাদেশ পিটিআই লিমিটেডকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার নগরীর দামপাড়া এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম।
এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তা ফারহানা জাহান পারুল উপস্থিত ছিলেন। জানা গেছে, বিএসটিআইয়ের লাইসেন্সবিহীন স্পঞ্চ কেক উৎপাদন করে বিক্রির কারণে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী কিংস কনফেকশনারি বাংলাদেশ পিটিআই লিমিটেডকে এ জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের নামে সহায়তা চেয়ে প্রতারণা, আটক ১
পরবর্তী নিবন্ধশিল্পের প্রতি দায়বদ্ধতা থেকেই নাট্যচর্চা করে অনন্য থিয়েটার