নগরীর চকবাজার থানাধীন কেয়ারি শপিং সেন্টারের সামনে ভ্রাম্যমাণ টং দোকানে ভাঙচুর চালিয়েছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সড়কের পাশে থাকা ভ্রাম্যমাণ কয়েকটি দোকান উল্টে দেয় তারা। তবে ছাত্রলীগের নেতারা অভিযোগ করেছেন এখানে ভাসমান চায়ের দোকানের আড়ালে মাদক বিক্রি হয়ে এসেছিল।
ভাসমান টং চায়ের দোকানদাররা অভিযোগ করে বলে বলেন, সন্ধ্যার পর হঠাৎ ছাত্রলীগের বেশ কয়েকজন এসে কোনো কারণ ছাড়া আমাদের কয়েকটি দোকান ভাঙচুর করে এবং উল্টে দিয়ে চলে যায়। দোকানদার আবদুর রহিম বলেন, তারা প্রতিদিনই আমাদের ভাসমান এই দোকানে চা খেতে আসেন। আজকে কোনো কারণ ছাড়া হঠাৎ আমাদের চা এবং ফুচকার দোকানগুলো উল্টে দিয়ে যায়। আমরা সমিতি থেকে ঋণ নিয়ে এই দোকান চালায়। আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, সন্ধ্যার পর থেকে এসব ভাসমান দোকানে মাদক বেচাকেনা হয়।
ঘটনার খবর পেয়ে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকার ভাঙচুরের আলামত পেয়েছেন বলে জানান। তবে ঘটনাস্থলে কাউকে পাননি বলে জানান।