ইমনের দরজায় খিল!

| মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

রাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। একের পর এক তারকা সংক্রামিত হচ্ছেন। এবার ইমন চক্রবর্তী তার দরজায় খিল দিলেন। হ্যাঁ নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর খানিকটা এভাবেই তার ফ্যানদের সামনে নিয়ে এলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী। তার কণ্ঠে ‘তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর’ গানটি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিল। করোনার তৃতীয় ঢেউ আসতে হঠাৎই সেই গানের দুটি লাইন দিয়ে মিম তৈরি হয়। আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর’ এই লাইন বিভিন্ন টাইমলাইনে ঘুরছিল। তা এবার নিজের টাইমলাইনে তুলে ধরলেন ইমন।
ইমনের স্বামী সঙ্গীত পরিচালক নীলাঞ্জন আগেই আক্রান্ত হয়েছেন, জ্বর ছিল তার। ইমন আগে টেস্ট করলে তা নেগেটিভ আসে। ফের উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করান ইমন। অবশেষে রবিবার রিপোর্ট পজিটিভ আসে। নিজেই সোশাল মিডিয়ায় পোস্ট করে এই খবর জানিয়েছেন ইমন চক্রবর্তী। তিনি বলেন, মৃদু উপসর্গ রয়েছে, তবে সারা শরীর ব্যাথা। কখনও কখনও মাথা তুলতে পারছি না, ক্লান্ত লাগছে। আইসোলেশনে রয়েছি আমি নীলাঞ্জন দুজনেই।

পূর্ববর্তী নিবন্ধবুবলীর চ্যালেঞ্জিং অভিযান
পরবর্তী নিবন্ধগত বছরটি আমাকে বদলে দিয়েছে