নানা কারণে প্রায়ই আলোচনায় থাকেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সমপ্রতি সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নতুন করে জল্পনা তৈরি করেছে। গত বছর থেকেই তারা সম্পর্কে রয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে দুই তারকার কেউ সরাসরি বিষয়টি এখনো স্বীকার করেননি। খবর বাংলানিউজের। এদিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রভা জানান, গত বছরটি তাকে বদলে দিয়েছে। তাছাড়া নিজেকে নিজে রক্ষা করতে না পারলে অন্য কেউ করবে না বলেও মত প্রকাশ করেন এই অভিনেত্রী। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে প্রভা লেখেন, গত বছরটি আমাকে বদলে দিয়েছে। জীবনে যত খারাপ কিছুই ঘটুক না কেন, তা গ্রহণ করতে হবে। এটিও আমাকে বিশ্বাস করিয়েছে। খুব খারাপ কিছু প্রত্যাশা করলেই যে তা ঘটবে তা-ও নয়। ভালো-মন্দ দুটি’ই ক্ষণস্থায়ী।