কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ে ১৬ নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত ২২০০ জন রোহিঙ্গাকে গরম খাবার সরবরাহ করছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। গতকাল সোমবার দুপুরে এ খাবার সরবরাহ করা হয়। গত রোববার সন্ধ্যার দিকে এই অগ্নিকাণ্ডের ফলে কমপক্ষে পাঁচশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ডব্লিউএফপি কক্সবাজার অফিস থেকে সংশ্লিষ্টরা জানায়, অগ্নিকাণ্ডের পরপরই তাৎক্ষণিকভাবে বিশ্ব খাদ্য কর্মসূচি ও তার অংশীদার বাংলাদেশী এনজিও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ৩২৮টি পরিবারের আনুমানিক ১৬০০ মানুষকে উচ্চ পুষ্টিসমৃদ্ধ বিস্কুট সরবরাহ করেছে। অগ্নিকাণ্ডের ফলে এই পরিবারগুলোর কেউ তাদের ঘর হারিয়েছে আবার কারও রান্নার সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। যেসব পরিবারের রান্নার কোনো ব্যবস্থা নেই, তাদেরকে গতকাল ডব্লিউএফপির পক্ষ থেকে দিনে দুবার করে রান্না করা গরম খাবার সরবরাহ করা হচ্ছে।
যতদিন পর্যন্ত এই পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ করা না হচ্ছে ও তাদের জন্য রান্না করার গ্যাসসহ রান্নার অন্যান্য সরঞ্জামের ব্যবস্থা না হচ্ছে, ততদিন পর্যন্ত এই গরম খাবার সরবরাহ অব্যাহত থাকবে। আর, তারপর থেকে পরিবারগুলোকে ডব্লিউএফপির নিয়মিত খাদ্য সহায়তা কার্যক্রমের সাথে যুক্ত করা হবে। কক্সবাজারে ডব্লিউএফপিএর সিনিয়র ইমার্জেন্সি কো-অর্ডিনেটর ও শীর্ষ কর্মকর্তা শিলা গ্রুডেম বলেন, ক্ষয়ক্ষতির মাত্রা দেখে আমরা গভীরভাবে মর্মাহত। সৌভাগ্যক্রমে বিভিন্ন জাতীয় সংস্থা, জাতিসংঘ সংস্থা, খুচরা বিক্রেতা ও স্থানীয় রেস্টুরেন্টের সাথে অংশীদারিত্বের কল্যাণে, সর্বস্ব হারানো এই রোহিঙ্গাকে তাৎক্ষণিকভাবে ত্রাণ দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে, আর এজন্য আমরা প্রত্যেকেই কাজ করে যাচ্ছি।