আসন ফাঁকা রেখে রেস্তোরাঁ খোলা রাখতে চান মালিকরা

টিকা কার্ড নয়

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১১ জানুয়ারি, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

করোনার ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ১১ দফা বিধিনিষেধ জারি করেছে সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে বিধিনিষেধের মধ্যে রয়েছে রেস্তোরাঁয় বসে খাওয়ার সময় টিকা কার্ড দেখাতে হবে। তবে এই বিধিনিষেধের কারণে উদ্বেগ জানিয়েছেন চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকরা।
তাঁরা বলছেন, করোনা শুরুর পর থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন হোটেল-রেস্তোরাঁ মালিকরা। লকডাউনের সময় দোকান বন্ধ ছিল তখনও কিন্তু মালিকদের নিয়মিত দোকান ভাড়া, গ্যাসের বিল, পানির বিল এবং কর্মচারীর বেতন দিতে হয়েছে। এখনও অনেক মানুষ টিকার আওতায় আসেননি। আবার অনেকে এক ডোজ দিয়েছেন তো আরেক ডোজ দিতে পারেননি। স্বাভাবিকভাবে তাদের হাতে টিকার সনদ থাকবে না। বিষয়টি নিয়ে আমাদের মারাত্মক সমস্যায় পড়তে হতে পারে। আমরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে চাই। গণপরিবহন যেভাবে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করে, আমাদেরও সেই সুযোগ দেয়া হোক।
বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগরের সভাপতি ইলিয়াছ আহমেদ ভূঁইয়া দৈনিক আজাদীকে বলেন, করোনার কারণে হোটেল রেস্তোরাঁ খাতের অবস্থা শোচনীয়। মাসের পর মাস আমরা লোকসান দিয়েছি। সেই লোকসান আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমাদের এই খাতের সাথে আরো অনেকগুলো খাত জড়িত। হোটেল রেস্তোরাঁর মুদি ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী এবং মাছ-মাংসের ব্যবসায়ীরাও জড়িত রয়েছে। আবারও এই খাতে খরা নেমে এলে মালিকদের আবারও পথে বসার অবস্থা হবে। ব্যবসার এই খারাপ সময়ের মধ্যেও আমরা সরকারকে ভ্যাট ও ইনকাম ট্যাঙ দিচ্ছি। চট্টগ্রামের ১০ হাজার হোটেল-রেস্তোরাঁতে প্রায় ৩ লাখ শ্রমিক কর্মচারী কাজ করে। এছাড়া প্রত্যক্ষভাবে লক্ষাধিক লোকের কর্মসংস্থান হয়েছে। সরকার ঘোষিত লকডাউনের সময় দু-চার ঘণ্টা দোকান খোলা রেখে পার্সেল বিক্রি করে দিনের খরচও তুলতে পারিনি। আমরা সরকারের কাছে তখন গ্যাস বিল মওকুপ চেয়েও পাইনি। কিস্তিতে দিতে চাইলেও তারা রাজি হননি। এখন সরকার টিকা কার্ড ছাড়া রেস্তোরাঁ খেতে পারবে না, এ রকম বিধিনিষেধ জারি করেছে। এক্ষেত্রে যারা টিকা পায়নি, কিংবা এক ডোজ টিকা পেয়েছে, তাদের কাছ থেকে টিকার সনদ চাইতে গেলে আমাদের হোটেল-রেস্তোরাঁর কর্মচারীদের সাথে ভোক্তাদের বাকবিতণ্ডা হতে পারে। তাই বিষয়টি বিশেষ বিবেচনায় ছাড় দেয়া উচিত।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মেম্বার প্রার্থীর মাথা ফাটাল অন্য প্রার্থীর লোকেরা
পরবর্তী নিবন্ধস্বাধীনতাবিরোধী অপশক্তির বিনাশ প্রয়োজন : তথ্যমন্ত্রী