টেকনাফে এক ব্যাক্তির এক জালেই আটকা পড়েছে ৬ লাখ টাকার নানা প্রজাতির মাছ। গতকাল সোমবার সকালে শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া নৌকার ঘাটে মো. কলিম উল্লাহর জালে এসব মাছ ধরা পড়ে। কলিম উল্লাহ জানান, তিনি গতকাল ভোরে পশ্চিম পাড়া সৈকতে ‘ভাসা জাল’ ফেলেন। সকাল জাল তুলতে গিয়েই তিনি হতবাক। মাঝিমাল্লা ও স্থানীয় লোকজনদের সহযোগিতা নিয়ে অনেক বেগ পেতে হয় জাল তুলতে। কারণ তার জালে আটকা পড়েছে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি ছোট প্রজাতির অসংখ্য মাছ। আটকা পড়া মাছের ওজন প্রায় ৩০০ মণ।
এ জালের সদস্য বদি আলম বলেন, মাছগুলো দ্রুত জেলেরা কূলে তোলার সাথে সাথে এসব মাছ বিক্রি করেছেন পাইকারী ক্রেতাদের কাছে। পাইকারী ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও বাকিগুলো পাঠিয়ে দিয়েছেন শুটকি ব্যবাসায়ীদে কাছে। তিনি বলেন, এক জালে ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি। গতকালকেও ৪ লাখ টাকার মাছ পেয়েছি আমরা। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এই বছর টানা জালে প্রচুর পরিমাণে মাছ আটকা পড়ছে। প্রতিদিন প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ায় উপকূলের জেলেরা খুব আনন্দে দিন কাটাচ্ছে।
সাবরাং ইউনিয়ন পরিষদের নারী সদস্য ও শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়ার বাসিন্দা পারিয়া ইয়াসমিন বলেন, জেলেদের হৈ চৈ শুনে আমি মাছগুলো দেখতে গিয়েছিলাম। এই মাছের দাম অনেক বেশি।