তেলের সাগরে
সময়ের সাথে সব বদলায়
বদলায় দিন ও রাত্রি
সামনে চলতে হতে হয় জানি
হুজুগের অভিযাত্রী।
আগে ইঙ্গিতে তেল দেওয়া হতো
আজ দিতে হয় মাইকে
তেল ঢালা হয় সামনাসামনি
তেল ঢালা হয় ‘লাইক’-এ।
তুমিই না দিলে আমিও দেবো না
কী নিয়ম বলো, কী রীতি
তেলের সাগরে ভেসে ভেসে যায়
স্নেহ-ভালোবাসা-পীরিতি।