অনলাইনে ভ্যাট নিবন্ধন এবং ভ্যাট রিটার্ন দাখিলসহ ভ্যাট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে ১০টি ভ্যাট বুথ এবং ৫টি ভ্যাট স্ট্যান্ড স্থাপনের করেছে কাস্টমস এঙাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম। গতকাল রোববার সকালে এসব ভ্যাট বুথ ও ভ্যাট স্ট্যান্ডের উদ্বোধন করেন ভ্যাট কর্মকর্তারা। এসব বুথ ও স্ট্যান্ডে ৯ ও ১০ জানুয়ারি দুই দিন ভ্যাট সেবা নিতে নেয়া যাবে। ভ্যাট বুথ ও ভ্যাট স্ট্যান্ডগুলোর কার্যক্রম চলবে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। স্থাপিত ৫ ভ্যাট স্ট্যান্ডগুলো হলো নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়াম মাঠ, সিইপিজেডের প্রবেশ মুখ, আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সামনে, জিইসি কনভেনশন সেন্টারের সামনের খোলা মাঠ ও কঙবাজারের কলাতলী মোড়। এছাড়া ১০টি ভ্যাট বুথ স্থাপন করা স্থানগুলো হলো নগরীর নিউ মার্কেট, জহুর হকার্স মার্কেট, গোলাম রসুল মার্কেট, টেরি বাজার, রিয়াজুদ্দিন বাজার, সানমার ওশান সিটি, চিটাগং শপিং কমপ্লেক্স এবং কক্সবাজারের আমিরাবাদ, বড়বাজার এবং লোহাগাড়ায়ও বুথ স্থাপন করা হয়। এছাড়া চান্দগাঁও, পটিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান বিভাগের ক্ষেত্রে বিভাগীয় ভ্যাট দপ্তরের ডেস্ক থেকে বর্ণিত সেবা প্রদান করা হবে। কাস্টমস, এঙাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ২০২২ সালের শুরুতেই ভ্যাট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও করদাতাদের সেবা প্রদান সহজ করতে ভ্যাট বুথের পাশাপাশি ভ্যাট স্ট্যান্ড স্থাপন করা হচ্ছে। ব্যবসারীরা নিকটস্থ ভ্যাট বুথ ও ভ্যাট স্ট্যান্ডে এসে নিবন্ধন গ্রহণ, রিটার্ন দাখিল ও অন্যান্য সেবা গ্রহণ করতে পারবেন। যে কোনো কেনাকাটায় মূসক চালান বুঝে নেওয়ার অনুরোধ করছি। যেসব দোকানে ইএফডি মেশিন বসানো হয়েছে, সেসব দোকান থেকে পণ্য ক্রয়ের সময় মূসক চালান সংগ্রহ করলে একদিকে যেমন সরকারি কোষাগারে মুসক জমা নিশ্চিত হয়, অন্যদিকে ক্রেতাদের লটারিতে পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে।












