বন্দর স্পোর্টস কমপ্লেক্সের অনূর্ধ্ব-১৫ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

| সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স আয়োজিত সুবর্ণ জয়ন্তী কাপ অনূর্ধ্ব-১৫ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট গতকাল শহীদ শামসুজ্জামান স্টেডিয়ামে শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্ট উদ্বোধন করেন। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি উপস্থিত ক্ষুদে খেলোয়াড়দের সুনাগরিক হিসাবে প্রতিষ্ঠিত হয়ে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জল করার প্রত্যাশায় লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা চালিয়ে যাওয়ার জন্য গুরুত্ব আরোপ করেন। এই টুর্নামেন্টে চট্টগ্রামের প্রতিষ্ঠিত ১০টি ক্রিকেট একাডেমি দুই ভাগে বিভক্ত হয়ে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অংশগ্রহন করছে। পরবর্তীতে প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ নক আউট পদ্বতিতে সেমিফাইনাল ও ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (এডমিন এন্ড প্ল্যানিং) মো. জাফর আলম, চবক এর পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ, চবক এর সচিব মো. ওমর ফারুক, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) এর সভাপতি মো. আজিম ও সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক সহ বিভাগীয় প্রধান গণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল ১ রানে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্স (সবুজ) দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১২৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সাদিক সর্বোচ্চ ৩৬ রান করে। জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমির পক্ষে ফাহিম ২২ রানে নেয় ২টি উইকেট। জবাবে জুনিয়র ট্রেনিং ক্রিকেট একাডেমি ৭ উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রাহাত সর্বোচ্চ ৪৩ রান করে। ৪ ওভার বল করে মামদুত হোসেন জুনায়েদ ৩ উইকেট লাভ করে। চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের সাইফুল আলম সাদিক ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে শীতের সাহিত্য আসর
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪০.৫২ কোটি টাকা