লটারি জিতে বিক্রেতাকে দিলেন পুরস্কারের অর্ধেক

আজাদী ডেস্ক | রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৪৯ পূর্বাহ্ণ

প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যদি লটারির প্রথম পুরস্কার জিতেন তাহলে বিক্রেতাকে সেই টাকার অর্ধেক দিয়ে দেবেন। প্রথম পুরস্কার জিতেননি ঠিকই, কিন্তু যে পরিমাণ টাকা লটারি থেকে পেয়েছেন তার অর্ধেক দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন ৮৬ বছরের বৃদ্ধা।
এই সপ্তাহে স্থানীয় এক লটারির দোকান থেকে টিকেট কেটেছিলেন মারিয়ন ফরেস্ট। প্রথম পুরস্কারের অর্থমূল্য ছিল ৫ লক্ষ ডলার। টিকেট কাটার পর তিনি বিক্রেতাকে বলেছিলেন, যদি আমি এই টাকা জিতি, তাহলে তোমাকে অর্ধেক দেব। বৃদ্ধার কথা ভুলেও গিয়েছিলেন বিক্রেতা। কিন্তু হঠাৎই একদিন দোকানে ফিরে এলেন মারিয়ন। হাতে একটা খাম ও দুটি বেলুন। নিজের পরিচয়ও দিলেন। এর পরের ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না টিকেট বিক্রেতা।

পূর্ববর্তী নিবন্ধগাড়িতে আটকা পড়ে ২২ পর্যটকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকরোনা আক্রান্ত ছেলেকে গাড়ির বুটে আটকে রেখেছিলেন শিক্ষিকা