ওমিক্রনের ‘সুনামি’তে ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যেই ভারতে কোভিড সংক্রমণের তৃতীয় ঢেউ চূড়ায় পৌঁছাতে পারে বলে এক সমীক্ষায় উঠে এসেছে। সংক্রমণের ব্যাপকতা বুঝতে কোভিডের আরনট ভ্যালু বিশ্লেষণ করে মাদ্রাজ আইআইটি এ পূর্বাভাস দিয়েছে। এদিকে ভারতে দিনে শনাক্ত কোভিড রোগী এক লাখ ৪০ হাজার ছাড়িয়েছে, যা গত সাত মাসের মধ্যে সর্বাধিক। গত বছরের মে মাসের পর এক দিনে এত বেশি সংখ্যক রোগী আর শনাক্ত হয়নি দেশটিতে। তখন ডেল্টার সংক্রমণে হু হু করে রোগী বাড়ছিল ভারতে, এখন ওমিক্রনের বিস্তারের মধ্যে আবারও সংক্রমণ বাড়ছে তেমন গতিতে। খবর বিডিনিউজের। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল থেকে আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৯৮৬ জন। শুক্রবার এই সংখ্যা ছিল ১ লাখ ১৭ হাজার ১০০। যা ছিল আগের দিন বৃহস্পতিবারের চেয়ে ২৮ শতাংশ বেশি।