বিরতি ভেঙে ফিরছেন চাঁদনী

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৪০ পূর্বাহ্ণ

অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী। নৃত্যশিল্পী হলেও নিয়মিত নাটক ও সিনেমায় অভিনয় করতেন তিনি। মাঝে অনেকটা সময় অভিনয় থেকে দূরে ছিলেন। এখন আবার নিয়মিত হচ্ছেন। সমপ্রতি তিনি বাংলাদেশ বেতারের জন্য ‘তাহার কথা’ নামে নাটকে কাজ করেছেন। পরিমল সরকারের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে নাটকটি তৈরি করা হয়েছে। নাটকে কাজ প্রসঙ্গে চাঁদনী বলেন, বেতারের নাটকে অভিনয় করতে আমার ভালো লাগে। এখানে কোনো টিভি নাটকের মতো এত সমস্যা নেই। সময় নিয়ে স্বাধীনভাবে কাজ করা যায়, যা টিভি নাটকে কোনোভাবে সম্ভব নয়।তিনি আরও বলেন, আমি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। তালিকাভুক্ত হয়েছি অনেক আগেই।
তবে নানা কারণে এতদিন বেতারের নাটকে অভিনয় করা হয়নি। খুব সুন্দর একটি গল্প। এই নাটকে অভিনয় করলাম। আশা করছি নাটকটি শ্রোতাদের ভালো লাগবে। বাংলাদেশ বেতার সূত্রে জানা গেছে, নাটকটি আগামী ১৪ জানুয়ারি প্রচার হবে।

পূর্ববর্তী নিবন্ধপর্দায় ফিরছে ওসি হারুন ও ইন্সপেক্টর মলয়
পরবর্তী নিবন্ধভেটারেন ফুটবল টুর্নামেন্ট ১২ জানুয়ারি শুরু