গাজীপুরে সিলিং ফ্যানের হুকে ‘ঝুলছিল’ হাসপাতাল মালিক ও নার্সের লাশ

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:৩০ পূর্বাহ্ণ

গাজীপুরের এক বাসা থেকে হাসপাতাল মালিক ও নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে; যারা ‘পরকীয়ার জেরে’ পরিকল্পিতভাবে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। গাজীপুর সিটির গাছা থানার এসআই মনিরুজ্জামান জানান, জাঝর এলাকার একটি বাসা থেকে শনিবার (গতকাল) বিকালে তারা তাদের লাশ উদ্ধার করেন। হাসপাতাল মালিক রজতকান্তি চৌধুরী (৩৭) সিলেট সদর উপজেলা বোরাইয়া এলাকার রঞ্জিত চৌধুরীর ছেলে। তরুণীর বাড়ি কালীগঞ্জ উপজেলার বেতয়া এলাকায়। তার বয়স ২৫ বছর। খবর বিডিনিউজের।
এসআই মনিরুজ্জামান প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, তরুণী গাজীপুর শহরে একটি বেসরকারি হাসপাতালে নার্সের চাকরি করতেন। সে সময় হাসপাতালের মালিক রজতকান্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জানাজানি হলে তরুণী সেই চাকরি ছেড়ে গাছা এলাকায় একটি সোয়েটার কারখানায় চিকিৎসা সহকারীর পদে চাকরি নেন।
শনিবার লিমা কারখানায় না যাওয়ায় দুপুরে অফিস থেকে খোঁজ নিতে বাসায় লোক যায়। তরুণীর সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে দেখতে পায় রজতকান্তি ও তরুণী গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলে আছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গাছা থানার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে গত শুক্রবার রাতের কোনো এক সময়ে তারা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধহৃদয়ের উত্তাপে মননকে শাণিত করেন আহমেদ খালেদ কায়সার
পরবর্তী নিবন্ধভাসানচরেও রোহিঙ্গাদের সহায়তা দেবে তুরস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী