বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে গতকাল চট্টগ্রামে অবস্থিত সীতাকুণ্ড সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে সমিতির ১৪৩৯ জন ভোটারের মধ্যে ৫৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবশ্য সমিতির কার্যনির্বাহী পরিষদের ৩১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৬টি পদের প্রার্থীরা ইতোপূর্বে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। গতকাল শুধুমাত্র শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এবং কার্যনির্বাহী পরিষদের ৪টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবি এড. মোহাং আবুল হাসান শাহাবউদ্দিন। সহকারী নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন দিদারুল ইসলাম মাহমুদ ও এডভোকেট ভবতোষ নাথ। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ আহমেদ শাহীন আল রাজী।
সীতাকুণ্ড সমিতির কার্যনির্বাহী পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন শিল্পপতি লায়ন মীর্জা মো. আকবর আলী চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন মো. মহিউদ্দিন, সহ-সভাপতি হন নির্বাচিত মো. ইউসুফ শাহ, সাংবাদিক লায়ন হাসান আকবর, লায়ন কাজী আলী আকবর জাসেদ, এস. এম তোফায়েল উদ্দিন ও রোটারিয়ান মোহাম্মদ মনোয়ারুল হক এফসিএমএ। সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাছির উদ্দিন মানিক। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আলীম উল্যাহ মুরাদ এবং আবেদীন আল মামুন।
সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবুল হাসনাত, অর্থ সম্পাদক লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, দপ্তর ও মিলনায়তন সম্পাদক সৌমেন দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, সাংস্কৃতিক সম্পাদক আকলিমা আকতার মুক্তা, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক লায়ন ড. শাহিদুল আলম মিন্টু, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক লায়ন এড. সরওয়ার হোসেন লাবলু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক তাওয়ারিক আলম সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার কামরুদৌজা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক লায়ন মো. কামাল উদ্দীন ভূঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক এস.এম তবরেজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মনজুর মোরশেদ চৌধুরী, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক কাজী মাসুদা খানম, সহ শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক দিলরুবা আকতার, কৃষি-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক রাসেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইকবাল করিম তুষান, ৪টি সদস্য পদে আলহাজ্ব শফকত পাশা, লায়ন মো. বেলাল হোসেন, স্থপতি শহীদুল ইসলাম এবং লায়ন এস.এম আশরাফুল আলম আরজু নির্বাচিত হয়েছেন।