স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গণের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, প্রকাশনা স্মারক ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের পৃষ্ঠপোষক গীতিকার এস.এম. ফরিদ উদ্দীন এতে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। উদ্ধোধক ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু মাহমুদ উল্ল্যাহ মারুফ। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ ছগির আহমদ, মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর সাবেক সভাপতি সিরাজুল মোস্তাফা, মোহনা টেলিভিশন চট্টগ্রামের ডেপুটি ব্যুরো চীফ আলী আহমদ শাহীন, চট্টগ্রাম মঞ্চ সঙ্গীত শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক এড. কামরুল আযম টিপু, সমাজসেবক শফিকুল ইসলাম রাহি, লেখক নাজিম উদ্দীন চৌধুরী এনেল। সংবর্ধিত গুণীজন ছিলেন সঙ্গীতশিল্পী কাবেরী সেন গুপ্ত, সঙ্গীতশিল্পী ইকবাল হায়দার চৌধুরী, শাহজাহান খান, সাইফুদ্দীন মাহমুদ খান, গীতিকার দিলীপ রায়, সঙ্গীতশিল্পী শিমুল শীল।
সভায় প্রধান অতিথি বলেন, শিশু কিশোরদের মানসিক উন্নতি ও প্রতিভার বিকাশে সংস্কৃতি চর্চার বিকল্প নেই। বর্তমান সরকার সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপক উন্নয়ন সাধন ও বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। পরিশুদ্ধ বাঙালী সংস্কৃতি লালন ও পালনের মাধ্যমে নব প্রজন্মকে দেশপ্রেমিক এবং মানবিক হিসেবে গড়ে তুলতে হবে।
সংস্কৃতি কর্মী সেলিম আকতার পিয়ালের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গণের পরিচালক সামসুল হায়দার তুষার। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান ইঞ্জিনিয়ার নুরুল আলম, রেজাউল করিম রুবেল, আফরোজা জলি, জাহিদ তানসির, সমীরণ পাল, রোজী চৌধুরী, নাজমুল শাওন। অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্য নিকেতন, চারুতা নৃত্যকলা একাডেমী। একক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীতশিল্পী জয়ীতা দত্ত জয়া, রায়হানুল হায়দার বিজয়, দিপন্তীতা দাশ টুমকি, আফরোজা বেগম জলি, নুসরাত শারমিন সুমী, ইঞ্জিনিয়ার নুরুল আলম, জয় দত্ত দীপ্ত, মুজিবুর রহমান, বেলাল হোসেন টিপু, অগ্নিলা শর্মা দিয়া, যন্ত্রশিল্পে তপন আচার্য্য, টিটু, সজল, ওয়াসিম, সুমন দাশ অসিম, শিবু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।