দুর্বারের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের নিয়ে শিশুমেলা

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৯:২৯ পূর্বাহ্ণ

সেবামূলক কার্যক্রমে এক যুগে পদার্পণ করেছে মীরসরাইয়ের সামাজিক সংগঠন দুর্বার প্রগতি সংগঠন। গত শুক্রবার ছিল এ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটি। এরপর সুবিধা বঞ্চিত জেলে পাড়ার দুই শতাধিক শিশুদের নিয়ে দুপুরের খাবারের আয়োজন, বর্ষপূর্তির কেককাটা, খেলাধূলা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। দিনের শেষ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের সভাপতি মহিবুল হাসান সজীবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে কথামালায় অংশ নেন মীরসরাই উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ইয়াছমিন আক্তার কাকলী, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি দেবদুলাল ভৌমিক, মিঠানালা ইউপি চেয়ারম্যান এম এ কাশেম, দৈনিক আজাদী প্রতিনিধি মাহবু্‌ব রহমান পলাশ, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন, এম আনোয়ার, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দীন, প্রাক্তন সভাপতি আশিষ দাশ ও সহ সভাপতি জাফর ইকবাল। এ সময় সাংবাদিকতা ও নাট্য সংস্কৃতিতে অসামান্য অবদানে দৈনিক আজাদী পত্রিকার ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজীকে দুর্বার পদক, আঞ্চলিক সংবাদ প্রকাশে বিশেষ অবদানে পাক্ষিক খবরিকা ও মীরসরাই নিউজ টুয়ান্টিফোর ডটকমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সন্ধ্যায় মলিয়াইশ হাইস্কুল মাঠে শীত উৎসবের অংশ হিসেবে তাবু জলসার আয়োজন করা হয়। জলসা চত্বরে নৃত্য পরিবেশনা করে মীরসরাই শিল্পকলা একাডেমীর খুদে শিল্পীরা। সঙ্গীত পরিবেশন করেন কান্তা দে, পিন্টু কুমার নাথ, কবিয়াল মধুসূদন দাশ, বাবলু সূত্রধর, পলাশ ঘোষ, ঔশিকা, সাবরিনা, আনোয়ার ভান্ডারী ও মাহবুবুল হক ভান্ডারী। এ সময় আরও উপস্থিত ছিলেন সুদীপ দেওয়ানজী, নুরুল আবছার, বিশ্বজিৎ পাল, সৈয়দ আহমদ, হেদায়েত উল্লাহ, রণজিৎ ধর, এম মাঈন উদ্দিন, বাবলু দে, মোহাম্মদ ইউসুফ, আজিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোরআন মানব জাতির জীবন পরিচালনার গাইড লাইন
পরবর্তী নিবন্ধএমটিও হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংকে ১২৭ জনের অভিষেক