চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুর হাট এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল এলাকা শাহ্গদী মার্কেট এলাকা পর্যন্ত প্রায় দেড়ঘন্টা ব্যাপী ৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় দূরপাল্লার যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। গতকাল শনিবার রাত ১১টায় এ দুর্ঘটনা ঘটে। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দীর্ঘ ৩ কিলোমিটারের যানজট নিরসনে পুলিশ কাজ করছিল।
জানা গেছে, গতকাল শনিবার রাত ১১টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার আমজুর এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে রাস্তার দু’পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এসময় দক্ষিণ চট্টগ্রাম থেকে শহরমুখী ও শহর থেকে দক্ষিণ চট্টগ্রামমুখী শত শত মালবাহী ও যাত্রীবাহী পরিবহন আটকা পড়ে। খবর পেয়ে পটিয়া ক্রসিং হাই পুলিশের একটি টিম যানজট নিরসন ও দুর্ঘটনা কবলিত ট্রাক ও কাভার্ডভ্যান দুটি উদ্ধারে তপরতা চালায়। পটিয়া থেকে ঢাকাগামী ব্যাংক কর্মকর্তা রবিউল হোসেন আজাদীকে জানান, দুই দিনের বন্ধ কাটিয়ে ঢাকায় ফেরার পথে মহাসড়কের পটিয়ায় সড়ক দুর্ঘটনার কারণে দীর্ঘ দেড়ঘন্টা যানজটের কবলে পড়তে হয়। এতে হাজার হাজার মানুষকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। এ বিষয়ে পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন আজাদীকে জানান, কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ টিম রাস্তায় কাজ চালিয়ে যাচ্ছে। দুর্ঘটনাকবলিত গাড়ী দুটি উদ্ধার তৎপরতা চলছে।