ভ্যাট বুথের সাথে বসছে ভ্যাট স্ট্যান্ড

করদাতাদের সেবা প্রদান আজ ও কাল

| রবিবার , ৯ জানুয়ারি, ২০২২ at ৭:২১ পূর্বাহ্ণ

কাস্টমস, এঙাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের অধিক্ষেত্রাধীন বিভিন্ন মার্কেটসমূহে ভ্যাট কর্মকর্তা এবং দোকান মালিক সমিতির প্রতিনিধির সমন্বয়ে ১০টি ‘ভ্যাট বুথ’ এবং উন্মুক্ত স্থানে ৫টি ‘ভ্যাট স্ট্যান্ড’ স্থাপনের মাধ্যমে করদাতাদের ভ্যাট সংশ্লিষ্ট সকল ধরনের সেবা প্রদান করা হবে আজ ও আগামীকাল। এই কার্যক্রম সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। ভ্যাট বুথের পাশাপাশি ইএফডিকে জনপ্রিয় করা, অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদান, ভ্যাট রিটার্র্ন দাখিলসহ ভ্যাট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে ভ্যাট স্ট্যান্ডের উদ্যোগ, যা ৫টি জনবহুল স্থানে স্থাপন করা হবে। সেগুলো হলো কাজির দেউড়ি মুক্তমঞ্চ, সিইপিজেডের প্রবেশ মুখের বাম পাশে খালি জায়গা, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট আগ্রাবাদের সম্মুখ প্রাঙ্গণ, জিইসি কনভেনশন সেন্টারের সামনের খোলা মাঠ ও এবং হোটেল মোটেল জোন, কলাতলী, কঙবাজার।
৭টি শপিংমলে ভ্যাট কর্মকর্তা ও মার্কেট প্রতিনিধির সমন্বয়ে ভ্যাট বুথ স্থাপন করা হবে। সেগুলো হলো নিউ মার্কেট, জহুর আহমেদ হকার্স মার্কেট, গোলাম রসুল মার্কেট, টেরীবাজার, রিয়াজউদ্দিন বাজার, সানমার ওশান সিটি ও চিটাগাং শপিং কমপ্লেঙ। এছাড়া কঙবাজারের আমিরাবাদ, বড়বাজার ও লোহাগাড়ায়ও ভ্যাট বুথ স্থাপন করা হবে। একইসাথে চান্দগাঁও, পটিয়া, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান বিভাগের ক্ষেত্রে বিভাগীয় ভ্যাট দপ্তরের হেল্প ডেস্ক থেকে বর্ণিত সেবাসমূহ প্রদান করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিনহা হত্যা মামলার ৪ দিনের যুক্তিতর্ক শুরু আজ
পরবর্তী নিবন্ধনগরীতে নগদ টাকাসহ ১৪ জুয়াড়ি গ্রেপ্তার