বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নগরীর চান্দগাঁও বি-ব্লক বালির মাঠে মুজিব শতবর্ষ কাউন্সিলর কাপ ৪নং আন্তঃ ওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের ২৩তম খেলা গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে হাসান মাহমুদ স্মৃতি সংসদ ও বাবুনি স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। হাসান মাহমুদ স্মৃতির হয়ে গোল করেছে প্রান্ত এবং বাবুনি স্পোটিংয়ের হয়ে গোল করে জাহাঙ্গীর। পরে ট্রাইবেকারে হাসান মাহমুদ স্মৃতি সংসদ ৪-২ গোলে বাবুনি স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন হাসান মাহমুদ স্মৃতি সংসদের গোলকিপার হৃদয়। খেলা শেষে তাকে ক্রেস্ট প্রদান করেন ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল, আওয়ামী লীগ নেতা আমিনুল হক সাজু এবং মোহাম্মদ রফিকুল আলম মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।












