একের পর এক টলিউড তারকা কোভিড পজিটিভ হচ্ছেন। সে তালিকায় এবার যুক্ত হলেন অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী। তিনিসহ তার পরিবার সবাই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। বিষয়টি এই তারকা নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। খবর বাংলানিউজের।
বৃহস্পতিবার লেখেন, ‘আমি ও আমার পরিবারের সদস্যরা কোভিড পজিটিভ। আমরা সকলেই বাড়িতে আইসোলেশনে রয়েছি। সবাই সাবধানে থাকুন, মাস্ক পরুন ও কোভিড-বিধি মেনে চলুন। এর আগেও একবার করোনা আক্রান্ত হয়েছিলেন ‘বোঝেনা সে বোঝেনা’খ্যাত এই অভিনেতা। কোভিডে বিপর্যস্ত হয়ে পড়েছে টলিউড।