সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের পুরকৌশল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে দুদিনব্যাপী ‘রিসার্চ অ্যান্ড ইনোভেশন ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (আইসিআরআইসিই)’ শীর্ষক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন-২০২২। গতকাল শুক্রবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে অনলাইন প্লাটফর্মে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও কনফারেন্সের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন উপ-উপাচার্য এম মহিউদ্দিন চৌধুরী এবং উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান। সম্মেলনের ১ম দিনের কি-নোট স্পিকার হিসেবে আর্থকোয়াক রিস্ক ইন বাংলাদেশ বিষয়ের উপর অনলাইনে প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ২য় কি-নোট সেশনে পটেনশিয়াল এপ্লিকেশন অব ক্লাইমেট ফোরকাস্ট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন আমিরিকার পানি ও জলবায়ু বিষয়ক গবেষক ড. মো. রাশেদ চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে সম্মেলনের প্রথম দিনে ইঞ্জিনিয়ারিং বিষয়ের ওপর বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মইনুল ইসলাম। আজ শনিবার সমাপণীতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য ড. সাজ্জাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক বলেন, ভবিষ্যতের জন্য কার্যকর এবং উদ্ভাবনী গবেষণার মাধ্যমে সকলের মঙ্গলের জন্য অবদান রাখাই হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। আর এ ধরনের সম্মেলন নিঃসন্দেহে গবেষকদের জন্য উপযুক্ত প্রাঙ্গণ যেখান থেকে উন্নয়নের রূপরেখা তৈরি হবে। সম্মেলনে পুরকৌশল বিভাগের বিভিন্ন বিষয়ের উপর দেশ এবং বিদেশের খ্যাতিমান বিশেষজ্ঞরা প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি আলোচনায় অংশ নিচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।