‘এসো আরেকবার হারায়, প্রিয় ক্যাম্পাসের সবুজ ছায়ায়’ স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের ২৬তম ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে র্যালির মাধ্যমে শুরু হয়ে পরবর্তীতে চবি সমাজ বিজ্ঞান অনুষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধ্যহ্নভোজের পর স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পর্বের মাধ্যমে সম্পন্ন হয় পুনর্মিলনী অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সাবেক শিক্ষক ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সাবেক শিক্ষক আবুল কাশেম ও শিক্ষিকা শিপ্রা দস্তিদার। জাভেদ ইকবাল খান ও সোহানা শারমিন তালুকদারের উপস্থাপনায় আরো বক্তব্য দেন মিলনমেলার সমন্বয়ক মোহাম্মদ সেলিম ও সৈয়দ তসলিম নেওয়াজ। দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের সাথে দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই। বিকালে স্মৃতিচারণে ক্যাম্পাসে কাটানো সময়ের বর্ণনা করেন অনেকেই। এ সময় স্মৃতিচারণ করেন তারিক সাইদ হারুন, গৌতম চক্রবর্তী, কামরুল আলম চৌধুরী, রফিকুল ইসলাম ও শাহেদ সিদ্দিকী প্রমুখ।