নগরীর কর্ণফুলী এলাকা থেকে গত ৫ জানুয়ারি (বুধবার) রাতে ১২,৯২৫ কেজি চোরাই জাহাজ কাটা বাল্কহেড স্ক্র্যাপ উদ্ধারসহ একজন চোরাকারবারীকে আটক করেছেন র্যাব-৭, চট্টগ্রামের সদস্যরা।
ঘটনার বিবরণে জানা যায়, র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু চোরাকারবারী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে জাহাজ কাটা চোরাই বাল্কহেড স্ক্র্যাপ ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করছে। ওই খবরের ভিত্তিতে র্যাব-৭ অভিযান চালিয়ে মো. মোবারক হোসেনকে (৩৭) আটক করে। পরবর্তীতে তার হেফাজতে থাকা ১২,৯২৫ কেজি চোরাই শিপ কাটা বাল্কহেড স্ক্র্যাপ উদ্ধার করে।