কৃষকদের বিক্ষোভের মুখে পাঞ্জাবের একটি ফ্লাইওভারের উপর ২০ মিনিট আটকে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িবহর। যাকে গুরুতর নিরাপত্তা ত্রুটি বলে বর্ণনা করা হয়েছে। মোদীর পাঞ্জাবের ফিরোজপুরে একটি নির্বাচনী সভায় যোগ দেওয়ার কথা ছিল। সামনেই পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। নিজ দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষে সেখানে তিনি নানা সভাসমাবেশে যোগ দিচ্ছেন। বিবিসি জানায়, গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী মোদী এবং তার দল ভাটিন্ডা বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে হেলিকপ্টারে করে তার প্রথমে জাতীয় শহীদ স্মৃতিসৌধে এবং তারপর ফিরোজপুরের নির্বাচনী সমাবেশে যাওয়ার কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তাদের রওয়ানা হতে দেরি হয়। বেলা বাড়লেও তীব্র কুয়াশায় চারিদিক অন্ধকারচ্ছন্ন হয়ে পড়ায় শেষ পর্যন্ত তারা সড়ক পথে রওয়ানা হন। কিন্তু শহীদ স্মৃতিসৌধ থেকে ৩০ কিলোমিটার দূরে একটি ফ্লাইওভারের উপর কৃষকরা তার গাড়িবহর আটকে দেন।
তারা মোদীর কাছে কেবিনেট মন্ত্রী অজয় মিশ্রার পদত্যাগ দাবি করেন। জুনিয়র গৃহমন্ত্রী অজয় মিশ্রার ছেলে আশীষ মিশ্রার বিরুদ্ধে গত অক্টোবরে উত্তর প্রদেশে নতুন কৃষি আইন নিয়ে বিক্ষোভরত আট কৃষককে হত্যা করার অভিযোগ রয়েছে।