হাটহাজারীর সংবাদপত্র এজেন্ট অনিল চৌধুরী (৭৫) গতকাল বুধবার চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেছেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও ৩ কন্যা, আত্মীয় স্বজন ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার পৌরসভার সুজানগর গ্রামে বাড়ির শ্মশানে প্রয়াতের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। প্রবীণ এই সংবাদপত্র এজেন্টের মৃত্যুতে হাটহাজারী প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও সাংবাদিক সমিতি শোক প্রকাশ করেছেন।