চন্দনাইশে আজ বুধবার (৫ জানুয়ারি) ৭ ইউনিয়নে ৫ম ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ঘন কুয়াশার মধ্যেও প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি বেশি ছিল। তবে দুপুরের পর থেকে ভোটারদের উপস্থিতি কমে আসে। এরমধ্যেও কিছু কিছু কেন্দ্রে বিক্ষিপ্ত কিছু ঘটনায় ১জন ইউপি সদস্য প্রার্থী, ১ পুলিশ কন্সটেবলসহ ৭ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। দু’টি কেন্দ্রে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ থাকলেও পুনরায় চালু হয়।
নির্বাচন চলাকালে কয়েকটি কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, দুপুরে হাশিমপুর ৪নং ওয়ার্ডের মধ্যম হাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ভোট দিতে গেলে প্রতিপক্ষের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ কেন্দ্রে প্রায় ঘণ্টাকালব্যাপী ভোটগ্রহণ বন্ধ থাকে। এসময় ভোটার রমজান আলী(৬৩) আহত হন। তাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। অপরদিকে, দুপুরে দক্ষিণ হাশিমপুর জাতীয় তরুণ সংঘ সরকারি বিদ্যালয় কেন্দ্র দখলকে কেন্দ্র করে ২ ইউপি সদস্য প্রার্থী আখতারুজ্জামান মিরু ও জাহাঙ্গীর আলমের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এসময় ওই কেন্দ্রে এক ঘণ্টাব্যাপী ভোটগ্রহণ বন্ধ থাকে।
বৈলতলী ছিদ্দিক মিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুপুর ১২টার দিকে কেন্দ্রের বাইরে ইউপি সদস্য প্রার্থী মুরাদুর রহমান ও জাহাঙ্গীর আলমের সসমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অপরদিকে, বৈলতলীর উত্তর জাফরাবাদ দায়েমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলালের চাচা ইলিয়াছ চৌধুরী(৬৫) আহত হয়।
কাঞ্চননগরের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী রেজাউল করিম তালুকদার (৫১) (বৈদ্যুতিক পাকা), চন্দনাইশ থানার কন্সটেবল তানভীর (২৪) আহত হয়।
আরেকটি কেন্দ্রে রনি তালুকদার (৩১), টিপু দাশ (২৬), ইমন মল্লিক (২০) আহত হয় বলে খবর পাওয়া যায়। আহতদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিনহাজুল ইসলাম জানান, বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে বিক্ষিপ্ত কিছু ঘটনায় ২/১টি কেন্দ্রে কিছুক্ষণ ভোটগ্রহণ স্থগিত ছিল। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন হয়েছে। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং হতাহত হয়নি।”
পুলিশের ফাঁকা গুলির বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান।