কক্সবাজারের টেকনাফে রামদা সহ ৫ রোহিঙ্গাকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা।
আজ বুধবার (৫ জানুয়ারি) বিকেল আড়াইটার সময় টেকনাফ জাদিমুড়া ক্যাম্প-২৭ থেকে তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেল আড়াইটার দিকে হ্নীলা জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২৭ (জাদিমুড়া) এর ব্লক/এ/১৩ এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে জাদিমুড়া ২৭নং ক্যাম্পের পুলিশ হেডকোয়ার্টারের তালিকাভুক্ত রোহিঙ্গা ডাকাত কেফায়েত উল্লাহ(২২), মোহাম্মদ আলম(২৫), জাহির আহম্মদ প্রকাশ জাকির আহম্মদ(৪১), সামছু প্রকাশ সমছু(৩২) এবং শালবাগান ২৬নং ক্যাম্পের নূর মোহাম্মদকে(২৫) গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আকারের চারটি রামদা জব্দ করা হয়।
পরে তাদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়।
টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম তারিক বলেন, “দেশীয় অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে৷”