সততা

জয়দীপ মুখার্জী (৩১,৩০০) | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১০:৫৫ পূর্বাহ্ণ

শোভন নামে দশ- বারো বছরের ছেলেটি জুবিলী রোড দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিল তার স্কুলের দিকে। হঠাৎ সে রাস্তায় একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখল। আশপাশে তেমন কাউকে দেখতে না পেয়ে তখন অগত্যা সে মানিব্যাগটি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে শোভন তার মায়ের হাতে মানিব্যাগটা তুলে দিল এবং ঘটনার বিবরণ খুলে বলল। মা দেখল কুড়িয়ে পাওয়া মানিব্যাগটিতে রয়েছে নগদ ১৫০০০ টাকা এবং দুটি ব্যাংকের চেক। শোভন ভাবতে লাগল এই টাকা এবং চেক গুলো কিভাবে মানুষটিকে ফেরত দেওয়া যায়। শোভনের সততা দেখে তার মা বললেন – এক কাজ কর। তুমি কাল খবরের কাগজে গিয়ে একটা বিজ্ঞাপন দিয়ে দাও, তাহলে সেই বিজ্ঞাপন দেখে মানুষটি নিশ্চয়ই তোমার কাছে আসবে। মায়ের কথা শুনে পরদিন শোভন খবরের কাগজে গিয়ে একটা বিজ্ঞাপন দিয়ে আসলো। যথারীতি বিজ্ঞাপন দেখে মানিব্যাগ হারিয়ে ফেলা মানুষটি হাজির হলো শোভনের কাছে এবং তার সততা দেখে তাকে একটি সাইকেল উপহার দিল।

পূর্ববর্তী নিবন্ধরাজার দুঃখ
পরবর্তী নিবন্ধক্রিকেট