কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে অপহরণের পর হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত আশিকুল ইসলাম আশিক ও তার সহযোগী মেহেদী হাসান বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে এনেছে ট্যুরিস্ট পুলিশ।
অভিযোগের বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড চেয়েছিল মামলার তদন্তকারী সংস্থা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ। শুনানির পর আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। মামলার শুনানিকালে আসামি আশিকুল ইসলাম আশিক ও তার সহযোগী মেহেদী হাসান বাবুকে কারাগার থেকে আদালতে আনা হয়। আদালত রিমান্ডের আদেশ দেওয়ার পর প্রয়োজনীয় দাপ্তরিক কাজ শেষে তাদের নিয়ে যায় ট্যুরিস্ট পুলিশ।












