ফের কারাগারে হেফাজত নেতা মামুনুল

জামিন নাকচ

| বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নাশকতার মামলায় হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হকের জামিন আবেদন নাকচ করেছে আদালত। ফলে তাকে কারাগারে ফেরত নেওয়া হয়েছে। ২০১৫ সালের ঢাকার মিরপুর মডেল থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় মামুনুলকে গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর ১৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য তারিখ ঠিক ছিল বলে জানান ওই আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. দেলোয়ার হোসেন। কিন্তু রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষীকে আদালতে উপস্থিত করতে না পারায় সাক্ষ্যগ্রহণের নতুন তারিখ আগামী ১৩ মার্চ ঠিক করেন বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকা। খবর বিডিনিউজের।
অতিরিক্ত পিপি দেলোয়ার বলেন, সাক্ষীদের আদালতে এসে সাক্ষ্য দেওয়ার জন্য নোটিস জারির পরও কেউ উপস্থিত হননি। একইসঙ্গে মামুনুল হকের জামিন আবেদনও নাকচ করা হয় বলে জানান তিনি।
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ আসামি মামুনুল হকের জামিনের আবেদন করেছিলেন। মামলার আসামি জিয়ামুল, ইমাদুল হক, মাছরুরুল হক, সাইমা হক ও মাহমুদ দিলরুবার সঙ্গে সাক্ষাৎকারের জন্য আবেদন করেন এই আইনজীবী। আদালত শুনানি শেষে পুলিশের উপস্থিতিতে কোর্ট হাজতে পাঁচ আসামির সঙ্গে ২০ মিনিটের জন্য কথা বলার অনুমতি দেন আইনজীবীকে ।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ১৪ জানুয়ারি পূর্ব পরিকল্পনা অনুযায়ী মিরপুর মডেল থানার পীরেরবাগ এলাকায় হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। এ ঘটনায় মিরপুর মডেল থানার উপপরিদর্শক খন্দকার রাজিব আহমেদ বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় ৪১ জনকে আসামি করে মামলা করেন। ২০১৫ সালের ৩১ মার্চ মামুনুল হকসহ ৬৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম। মামুনুলকে গত বছরের ১৮ এপ্রিল পুলিশ গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ৪ ফার্মেসিকে আড়াই লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধরোগী ওমিক্রন না ডেল্টার? চিকিৎসা দিতে গিয়ে ধন্দে যুক্তরাষ্ট্র