চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এত আয়ের সুযোগ আছে; কিন্তু হচ্ছে না। তাই সিটি কর্পোরেশনের আয় বৃদ্ধি করা উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেকে) বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে প্রধানমন্ত্রী আক্ষেপ করেছেন বলেও জানান তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে চট্টগ্রামের চাক্তাই খালের পানি প্রবাহ স্বাভাবিক করতে নিচের দিকে যাওয়ার ব্যবস্থা করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, চাক্তাই খালের তলদেশে পাকা করে দেওয়ার কারণে নিচে পানি যেতে পারে না। এতে পানি শুধু উপরেই থাকছে। এতে সর্বনাশ হচ্ছে। পানি নিচে যেতে পারে না বলে উপচে পড়ে শহর ডুবছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা, খবরদার নালা বা খালের নিচে এভাবে (পাকা করে) দেবেন না। তবে সেচের জন্য করতে পারেন। কারণ সেচের পুরো পানিটা রক্ষা করতে চাই। কিন্তু এটা তো সেচ নয়। এটা তো বন্যা নিয়ন্ত্রণ। সুতরাং এটা নিচে খালি রাখতে হবে।
বৈঠকে উপস্থিত সিটি মেয়রকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের আওতা বেশি না বাড়িয়ে স্যাটেলাইট টাউন করার ওপর গুরুত্বারোপ করেছেন বলেও জানান মান্নান।