রেহামের গাড়ি লক্ষ্য করে গুলি

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১:২৮ অপরাহ্ণ

ভাগ্নের বিয়ে থেকে গত রবিবার রাতে বাড়ি ফিরছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রাক্তন স্ত্রী রেহাম খান। মাঝপথে হঠাৎ তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দু’জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। বন্দুক ধরে তাঁর গাড়িকে দাঁড় করিয়েও রাখে। কোনও মতে অন্য গাড়িতে চেপে পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছেন রেহাম। এমনটাই দাবি করেছেন তিনি। ঘটনার পর পরই আতঙ্কিত রেহাম টুইট করে লেখেন, ভাগ্নের বিয়ে থেকে বাড়ি ফিরছিলাম। হঠাৎ বাইকে চেপে দুই দুষ্কৃতি এসে আমাদের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। বন্দুক ধরে গাড়িকে দাঁড় করিয়ে রাখে। আমি অন্য গাড়িতে উঠে পড়েছি। ওই গাড়িতে আমার নিরাপত্তারক্ষী ও চালক আছেন। তবে এই ঘটনার জন্য তিনি আঙুল তুলেছেন তাঁর প্রাক্তন স্বামী তথা পাক প্রধানমন্ত্রীর দিকে। রেহাম আরও লিখেছেন, এটাই কি ইমরান খানের নয়া পাকিস্তান! কাপুরুষ, গুণ্ডা ও লোভীদের দেশে আপনাকে স্বাগত! সাংবাদিক ও প্রাক্তন টিভি সঞ্চালক রেহাম খান ২০১৪ সালে ইমরানকে বিয়ে করেন। ২০১৫ সালে ৩০ অক্টোবর তাঁদের বিচ্ছেদ হয়। এর আগে প্রকাশ্যেই তিনি প্রাক্তন স্বামীর সরকারের সমালোচনা করেছেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর তিনি ইমরানকে সেনাবাহিনীর হাতের পুতুল বলেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক
পরবর্তী নিবন্ধমরিশাসে উড়োজাহাজের টয়লেটে জীবন্ত নবজাতক