মনসুরাবাদ ক্রিয়েটিভ ক্লাব আয়োজিত এম সি সি মিনি ক্রিকেট টুর্নামেন্ট গত শুক্রবার স্থানীয় মাঠে শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আরিফুল আমীন, চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মো. আবু সাঈদ, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আমিন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মো. জাকারিয়া, আবদুস সামাদ, অধ্যাপক আবদুল বারেক, সাইফুল ইসলাম সোহেল, মো. আসলাম, সেলিম মিয়া, বেলাল সাত্তার, রফিকুল ইসলাম, কামরুল হুদা রিমন, ইমরুল হাসান সোহেল, নজরুল ইসলাম বাচ্চু, মোঃ আজিম রনি, ইকবাল করিম তুষার, মিনহাজ আহমেদ সোহেল, মো. ইকবাল প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন। অনুষ্ঠান পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক সেলিম আমদ রুবেল। প্রধান অতিথি সিটি মেয়র বলেন চেষ্টা করব প্রতিটা ওয়ার্ডে একটি করে খেলার মাঠ তৈরি করে দিতে। তাহলে এলাকার ছেলেরা খেলাধুলা করতে পারবে।