আনোয়ারায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আনোয়ারা প্রতনিধি | মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

আনোয়ারায় গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজলোর পরৈকোড়া ইউনয়িনরে মামুর খাইন গ্রামরে নাহিন হাসনাইন (৬) নামের এক শিশু পুকুরে ডুবে মৃত্যু হয়েছে। নিহত নাহিন স্থানীয় মামুর খাইন গ্রামরে শাহদি হোসনেরে পুত্র।
আনোয়ারা থানার ভারভাপ্ত র্কমর্কতা এস.এম. দিদারুল ইসলাম জানায়, সোমবার দুপুরে উপজলোর পরৈকোড়া ইউনিয়নরে শাহিদের ছয় বছরের শিশু পুকুরে পড়ে যায়, পরে পরিবারের সদস্যরা শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর র্কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধজামাল উদ্দিন আহমদ
পরবর্তী নিবন্ধআশিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণসামগ্রী বিতরণ