স্মৃতি থেকে আঁকা নিজের গ্রামের একটি ম্যাপের সাহায্যে ৩৩ বছর পর জন্মদাত্রী মায়ের খোঁজ পেলেন চীনের এক ব্যক্তি। এজন্য অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমকেও কৃতিত্ব দিতে হবে, গেল ২৪ ডিসেম্বর হাতে আঁকা ওই ম্যাপটি ভিডিও শেয়ারিং অ্যাপ ডয়িনে পোস্ট করেছিলেন লি জিংওয়েই। কাঁচা হাতে আঁকা ওই ছবিতে কয়েকটি ঘর, একটি ভবন একটি বাঁশঝাড় ও ছোট একটি পুকুর দেখা যাচ্ছে। পুলিশ ম্যাপটির সঙ্গে ইউনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঝাওটং শহরের কাছের একটি গ্রামের মিল পায়, ওই গ্রামের এক নারী অনেকদিন আগে পুলিশের কাছে সন্তান হারানোর বিষয়ে অভিযোগও করেছিলেন। খবর বিডিনিউজের।
ডিএনএ টেস্টে দুজনের সম্পর্কের বিষয়টি নিশ্চিত হওয়ার পর শনিবার ইউনান প্রদেশে মা ও ছেলে তিন দশকেরও বেশি সময় পর একত্রিত হন বলে জানিয়েছে বিবিসি।
১৯৮৯ সালে ৪ বছর বয়সী লি’কে তাদেরই এক প্রতিবেশী লোভ দেখিয়ে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গিয়ে শিশু পাচারকারী একটি চক্রের কাছে বিক্রি করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত লি’র স্থান হয় বাড়ি থেকে এক হাজার ৮০০ কিলোমিটার দূরের একটি পরিবারে।
দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের এ বাসিন্দা পরবর্তীতে পালক পিতামাতাকে জিজ্ঞাসা এবং ডিএনএ ডাটাবেজ ঘেঁটেও নিজের আসল বাবা-মা বা গ্রামের খোঁজ পাননি। পরে দ্বারস্থ হন ইন্টারনেটের। তাতেই মেলে সাফল্য।