কোভিড : ১ কোটি ছাড়ানো ষষ্ঠ দেশ ফ্রান্স

| সোমবার , ৩ জানুয়ারি, ২০২২ at ১২:০০ অপরাহ্ণ

করোনাভাইরাস মহামারী শুরুর পর থেকে বিশ্বে কোভিড-১৯ সংক্রমণ এক কোটি ছাড়ানো ষষ্ঠ দেশ হয়েছে ফ্রান্স। শনিবার প্রকাশিত সরকারি তথ্যে এমনটি জানা গেছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিডিনিউজের।
ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টা সময়ের মধ্যে নতুন ২ লাখ ১৯ হাজার ১২৬ জন রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে টানা চতুর্থ দিন দেশটিতে দুই লাখের বেশি কোভিড রোগী শনাক্ত হল।
এদের নিয়ে মোট রোগীর সংখ্যা ১ কোটি ছাড়ানোয় যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ব্রিটেন ও রাশিয়ার কাতারে শামিল হল ফ্রান্স। দেশটিতে শনাক্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ৯০৯ জনে দাঁড়িয়েছে।
গত শুক্রবার ফ্রান্সে রেকর্ড ২ লাখ ৩২ হাজার ২০০ রোগী শনাক্ত হয়েছিল। পরদিন শনিবার দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক রোগী শনাক্ত হয়। আগামী কয়েক সপ্তাহে দেশের সংক্রমণ পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
নতুন বছরের আগের দিন দেওয়া ভাষণে ম্যাক্রোঁ এমন সতর্কবাণী জানালেও নতুন করে আরও কঠোর কোনো বিধিনিষেধের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেননি, বরং ব্যক্তি স্বাধীনতাকে আরও সীমিত করা থেকে সরকারের বিরত থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন। কিন্তু শনিবার সকালে দেশটির সরকার বলেছে, সোমবার থেকে জনসমাগমের স্থানগুলোতে ছয় বছর থেকে শুরু করে সব শিশুকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। আর প্যারিস ও লিওঁর মতো বড় শহরগুলোতে রাস্তায় বের হওয়া সবার জন্য ফের মাস্ক পরার নির্দেশনা জারি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানি সেনা নিহত
পরবর্তী নিবন্ধমালয়েশিয়ার ৭ রাজ্যে বন্যা