সদ্য শেষ হওয়া ডিসেম্বর মাসে বাংলাদেশে যতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, তাদের ৮২ শতাংশের টিকা নেওয়া ছিল না। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরে মারা গেছে ৯১ জন। এর মধ্যে মাত্র ১৬ জন অর্থাৎ ১৭ দশমিক ৬ শতাংশ টিকা নিয়েছিলেন। বাকি ৭৫ জনই কোভিড টিকা নেয়নি। শতকরা হিসেবে যা ৮২ দশমিক ৪ শতাংশ। খবর বিডিনিউজের।
করোনাভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ের বড় হাতিয়ার হচ্ছে টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, রোববার পর্যন্ত ৭ কোটি ৪৪ লাখ ৮৩ হাজারের বেশি মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছে। এদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছে ৫ কোটি ২৮ লাখ ৪৩ হাজারের বেশি জন। গত মাসের শেষ সপ্তাহে চালু হওয়ার পর এ পর্যন্ত বুস্টার ডোজ নিয়েছেন ১ লাখ ১৪ হাজার ৭৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, পুরো ডিসেম্বর মাসজুড়ে করোনাভাইরাস আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৫৫ জন। এই সংখ্যা নভেম্বর মাসের চেয়ে বেশি। নভেম্বরে সারাদেশে ৬ হাজার ৭৪৫ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল।