সদরঘাট থানা ও ২৬ নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি ঘোষণা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ১০:৫৭ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট থানা এবং ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। আকবর হোসেন রাজনকে আহ্বায়ক নির্বাচিত করে আগামী ৩ মাসের জন্য ৭৮ সদস্য বিশিষ্ট সদরঘাট থানা আহ্বায়ক কমিটি এবং ফরহাদ উদ্দিন জিতুকে সভাপতি ও ফয়সাল বাদশাকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ৩৩ সদস্যর ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ।
গত শুক্রবার বছরের শেষদিন মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহম্মদ ইমু এবং সাধারণ সম্পাদক মো. জাকারিয়া দস্তগীর কমিটি দুটি ঘোষণা করেন। সদরঘাট থানা ছাত্রলীগের কমিটিতে ১৩ জনকে যুগ্ম আহ্বায়ক পদে আর ৬৩ জনকে সদস্য পদে রাখা হয়েছে।
যুগ্ম আহ্বায়করা হলেন কাজী মো. আসিফ আলভী, আবদুল হামিদ বাপ্পী, তানজিবুল ইসলাম তানভীর, আব্দুল মালেক, আমিনুল ইসলাম, রাশেদুল ইসলাম বাবু, আমির সরোয়ার চৌধুরী, ইফতেখার উদ্দিন ইফতি, মিনহাজুল ইসলাম আদনান, সাজ্জাদ হোসেন, শামীম হোসেন, আব্দুল মনির তাহমিদ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে না সিপিবি
পরবর্তী নিবন্ধজাতীয় পার্টিতে আসছে চমকের পর চমক!