প্রার্থী বাছাইয়ে বসছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ

তালিকা কেন্দ্রে যাচ্ছে ৫ ডিসেম্বর

আজাদী প্রতিবেদন | রবিবার , ২ জানুয়ারি, ২০২২ at ৬:২০ পূর্বাহ্ণ

সপ্তম ধাপে সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে বসছে দক্ষিণ জেলা আওয়ামী লীগ। আগামী ৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তার আগেই দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি এবং সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপজেলা আওয়ামী লীগের সাথে বসে দলীয় প্রার্থী বাছাই শেষ করে চূড়ান্ত মনোনয়নের জন্য এই তালিকা কেন্দ্রে পাঠাবেন। এই ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজাদীকে জানান, সাতকানিয়ার ব্যাপারে আমরা ৪ তারিখ বসবো। ৫ তারিখের মধ্যে তালিকা কেন্দ্রে পাঠিয়ে দেবো। ৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, সপ্তম ধাপে সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়নের মধ্যে ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে সাতকানিয়া ইউনিয়ন, ছদাহা ইউনিয়ন, পুরানগড়, বাজালিয়া, ধর্মপুর, কালিয়াইশ, কেঁওচিয়া, ঢেমশা, মার্দাশা, আমিলাইশ, কাঞ্চনা, নলুয়া, খাগরিয়া, চরতি, পশ্চিম ঢেমশা ও সোনাকানিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এওচিয়া ইউনিয়ন পরিষদের মেয়াদ পূর্ণ না হওয়ায় এ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে না। নির্বাচন কমিশন ঘোষিত ৭ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আজ রোববার থেকে; চলবে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। আওয়ামী লীগের মনোনয়নের জন্য আগ্রহী প্রার্থীদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং আগামী ৪ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে।
নির্বাচন কমিশন গত ২৯ ডিসেম্বর চট্টগ্রামের সাতকানিয়ার ১৬টি ইউপিসহ বৃহত্তর চট্টগ্রামের ৪৪টি এবং সারাদেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

পূর্ববর্তী নিবন্ধএবছরেই জয় করা যাবে মহামারী
পরবর্তী নিবন্ধসমন্বয় ও ঐক্য পরিষদের প্রার্থী চূড়ান্ত