মুক্তিযুদ্ধের বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ শ্রমিক নেতা তপন দত্তকে সংবর্ধনা দেয়া হয়। রেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি শ্রমিক নেতা আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এস এম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু তাহের মাসুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শ্রম দপ্তরের সহকারী পরিচালক শফিকুর রহমান এবং সাব্বির ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন টিইউসি চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খান।
সভায় সংবর্ধিত মুক্তিযোদ্ধা ও শ্রমিক নেতা তপন দত্ত বলেন, শ্রমজীবী মানুষের মুক্তি এবং বৈষম্যমুক্ত মানবিক ও সাম্যের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের বিজয়ের ৫০ বছর পর যখন দেখি আমাদের স্বপ্ন বাস্তবায়নের আরো অনেক পথ বাকি, তখন ভীষণ হতাশ হয়ে পড়ি। তিনি বলেন, বর্তমান এ হতাশাজনক অবস্থা থেকে মুক্তি পেতে গরীর মেহনতি মানুষ ও শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধের কোনো বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।