দেখতে দেখতেই শেষ হয়ে গেলো আরেকটি বছর। করোনা মহামারিতে জীবনযাত্রায় যে অচলাবস্থা ছিলো তা থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছিলো ২০২১ এর শেষের দিকে। তবে ‘শেষ হয়েও হইলো না শেষ’ এর মতোই করোনার ছোবল আবারো হানা দিচ্ছে পৃথিবীজুড়ে। লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে চোখের সামনে বিদায় নিয়েছে দেখেও আমরা যারা বেঁচে আছি, আমরা স্বপ্ন দেখি সুন্দর ভবিষ্যতের। আমরা জীবন-যাপন স্বাভাবিকভাবেই করার চেষ্টা করি। কোনো কিছুই থেমে নেই, কোনো কিছুই থেমে ছিলো না, সবকিছুই নতুন নতুন পথ সৃষ্টি করে কোনো-না-কোনোভাবে এগিয়ে চলেছে। অনেক পাওয়া যেমন ছিলো অনেক না পাওয়াও ছিলো বিগত ২টা বছরে। বছরগুলোতে হতাশা, আতঙ্ক, আশংকা, বিশ্বাস, স্বপ্ন এসবের মধ্যে ঘুরে ফিরে এগিয়েছে জীবন। মহামারির টিকা আবিষ্কার হয়েছে এবং বিশ্বের অনেক মানুষই এর আওতায় এসেছে। এরপরও করোনা বারবার হানা দিয়ে চলেছে বিভিন্ন ধরন নিয়ে। করোনা ঘুরে ফিরে আমাদেরকে দুশ্চিন্তার মধ্যে রেখেছে, তবুও আমরা আশা করছি ২০২২ সালে মানুষের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে মহামারি। আমরা সবাই সচেতন থাকবো। মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা আমাদেরকে এই দুর্দশা থেকে মুক্তি দিন। ২০২২ এ আমরা স্বাভাবিক জীবন-যাপন করতে চাই, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় নববর্ষের শুভেচ্ছা জানাই, শুভ নববর্ষ ২০২২। লেখক : প্রাবন্ধিক