এস.পি এম শামসুল হকের বায়োপিক ‘দামপাড়া’র মহরত গতকাল শুক্রবার বিকেলে দামপাড়া পুলিশ লাইনে মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয়েছে। সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহরতে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ। এ সময় এসপি এম শামসুল হকের আত্মত্যাগের জানান দিতে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত মাহমুদা হক চৌধুরী। আরো উপস্থিত ছিলেন চলচ্চিত্রের গল্পকার আনন জামান, পরিচালক শুদ্ধমান চৈতনসহ অন্যান্য কলাকুশলী।
চট্টগ্রামের পরিবেশে নির্মাণাধীন এই বায়োপিকের সাথে গভীরভাবে সম্পৃক্ত রয়েছেন চট্টগ্রামের মানুষ। প্রধান অতিথি সব স্তর ও শ্রেণীর মানুষকে এই ঐতিহাসিক সম্পৃক্ততা আর সংযোগের কথা জানার জন্য প্রেক্ষাগৃহে যাওয়ার আহ্বান জানান।