প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে নতুন বছরে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি আরো সুদৃঢ় হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। নতুন বছরের প্রত্যাশায় তিনি বলেন, বাংলাদেশের গত দশককে বর্ণনা করা হয় উন্নয়ন, অগ্রগতি, অর্জন আর সাফল্যের সময়কাল হিসেবে। বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল আজ বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা-দক্ষতা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে। নিঃসন্দেহে এ উত্তরণ বাংলাদেশের জন্য একটি অর্থপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধমান অর্থনীতির দেশে পরিণত হচ্ছে। এই লক্ষ বাস্তবায়নে সকলে মিলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
আজ বাংলাদেশ বিশ্ব অর্থনীতির রোল মডেল। টানা এক দশক প্রায় ৭ শতাংশ জিডিপি ধরে রাখা বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে পৌঁছে যাবে বিশ্বে শক্তিশালী অর্থনীতির ২৫ দেশের তালিকায়।
তিনি বলেন, বিগত দুই বছর করোনা মহামারির কারণে সারাবিশ্বের মতো আমরাও খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। নতুন বছরে যেন আমরা করোনামুক্ত একটি সুন্দর-মুক্ত পরিবেশ দেখতে পারি সেই প্রত্যাশা করছি। ২০২২ সালের শুরুতেও আমরা দেখতে পাচ্ছি বিশ্বব্যাপী করোনার নতুন ধরণ অমিক্রনের প্রভাব। নতুন বছরে এই মহামারী থেকে যেন আমরা সবাই পরিত্রাণ পায়-আমাদের অর্থনৈতিক অগ্রগতি আরো সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা করছি।