আমরা সবাই যেন নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করি—— অধ্যাপক ডা. মো. ইসমাইল খান উপাচার্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৬:৩৮ পূর্বাহ্ণ

কালের পরিক্রমায় আবারো এল নতুন একটি বছর। চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিবার ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। গত বছরও অনেকটা করোনার অভিঘাতে পার হয়েছে। এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে।
বঙ্গবন্ধু বলেছিলেন, বাংলার মানুষ হাসবে, খেলবে, বাংলার মানুষ পেট ভরে খাবে। এই আমার চাওয়া, এই আমার কামনা। জাতির জনকের এই উক্তির প্রসঙ্গ টেনে বলতে চাই, বাংলার কোটি মানুষের মুখে হাসি ফুটাতে এবং ভাগ্য উন্নয়নে বিশেষভাবে একটি ক্ষেত্রে মনোযোগ বা গুরুত্ব দেয়াটা জরুরি। সেটি হল, আমরা যে যার
অবস্থানে আছি, সবাই যেন নিজের পবিত্র দায়িত্বটা ঠিকঠাক পালন করি। সেটি করতে পারলে বাংলার কোটি মানুষের মুখে হাসি ফুটবে। দেশ যথার্থই সোনার বাংলা হিসেবে গড়ে উঠবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। নতুন বছরে সকলের কাছে আমারও সেটিই চাওয়া।

পূর্ববর্তী নিবন্ধগণতান্ত্রিক সব অধিকার ফিরে পাক নতুন বছরে—- ডা. শাহাদাত হোসেন,আহ্বায়ক, মহানগর বিএনপি
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক ও সামাজিক ভিত্তি আরো সুদৃঢ় হবে—— এম এ সালাম সভাপতি, চট্টগ্রাম উত্তর জেলা আ. লীগ