গণতান্ত্রিক সব অধিকার ফিরে পাক নতুন বছরে—- ডা. শাহাদাত হোসেন,আহ্বায়ক, মহানগর বিএনপি

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৬:৩৭ পূর্বাহ্ণ

নতুন বছরে মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হওয়ার প্রত্যাশা করেছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। দৈনিক আজাদীকে তিনি বলেন, গণতান্ত্রিক, শোষণমুক্ত ও স্বৈরাচারমুক্ত সরকার চাই নতুন বছরে। ২০২১ সালে শোষণ-নির্যাতন, মামলা-হামলা থেকে বের হতে পারিনি আমরা। তাই আমাদের প্রত্যাশা, মানুষ তাদের যে গণতান্ত্রিক অধিকারগুলো হারিয়েছে তা ফিরে পাক ২০২২ সালে। এ বছরে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হোক, সর্বোপরি আইনের শাসন প্রতিষ্ঠা হোক। ডা. শাহাদাত বলেন, দেশে গণতন্ত্র নাই। মানুষ ভোট দিতে পারে না। বিনা ভোটের সরকার ক্ষমতায়, তারা মানুষের গণতান্ত্রিক সব অধিকার খর্ব করেছে। মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। নতুন বছরে মানুষ তার সব অধিকার ফিরে পাক।
তিনি বলেন, ২০২১ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হলো। সেখানেও মানুষ ভোট দিতে পারেনি। ফলে মানুষের ন্যায্য অধিকারগুলো নিয়ে সিটি কর্পোরেশনে যারা দায়িত্ব পালন করছেন তাদের মাথাব্যাথা নাই। নালায় পড়ে মানুষ মারা যাচ্ছে। জলাবদ্ধতায় নগরবাসী কষ্ট পাচ্ছে। রাস্তাঘাট ভাঙা। ভোটের প্রয়োজন হয়নি বলে নগরবাসীর সমস্যাগুলো নিরসনের প্রয়োজনবোধও করছে না। কাজেই যতদিন ভোটের অধিকার নিশ্চিত হবে না ততদিন মানুষও তাদের নাগরিক অধিকার ভোগ করতে পারবে না। তাই নতুন বছরে মানুষ ভোটের অধিকার ফিরে পাক সেই প্রত্যাশা থাকবে।

পূর্ববর্তী নিবন্ধব্যবসাবান্ধব পরিবেশ রাখার প্রত্যাশা——-মাহাবুবুল আলম সভাপতি, চট্টগ্রাম চেম্বার
পরবর্তী নিবন্ধআমরা সবাই যেন নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করি—— অধ্যাপক ডা. মো. ইসমাইল খান উপাচার্য, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়